Apple iPhone SE 4 2025: নতুন বছরের শুরুর দিকেই ভারতীয় বাজারে আসতে চলেছে Apple iPhone SE 4। এই স্মার্টফোনে থাকবে iPhone 16 এর প্রসেসর। এমনকি ক্যামেরার কোয়ালিটিতেও কোনরকম ঘাটতি রাখবে না iphone। এখানে প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা ব্যবহার হতে পারে। iPhone SE 4 মডেলটি আইফোন 16e নামে বাজারে আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তাই অ্যাপেল আইফোন প্রেমীদের জন্য দুর্দান্ত বছর হতে চলেছে 2025।
ভারতীয় বাজারে Apple iPhone এর চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সকলেই ভালো টাকা বিনিয়োগ করে একটি উন্নত মানের মোবাইল ফোন কিনতে বেশি আগ্রহী। এই কারণে চলতি বছরের প্রথমার্ধে Apple iPhone SE 4 লঞ্চ হওয়ার খবরে অত্যন্ত খুশি গ্রাহকেরা।
Read More: মোবাইল জগতে আলোড়ন তৈরি করতে চলেছে Xiaomi! থাকছে অত্যাধুনিক চার্জিং ফেসিলিটি।
Apple iPhone SE 4 2025 এর স্পেসিফিকেশন
- এই ডিভাইসে 6.06-ইঞ্চি ফুল-এইচডি প্লাস এলটিপিএস ওএলইডি ডিসপ্লে পেতে পারেন গ্রাহকেরা।
- পাশাপাশি 60 রিফ্রেশ রেটও মিলতে পারে।
- Apple iPhone SE 4 এর ডিসপ্লের ডিজাইন হবে নচ স্টাইল।
- iPhone 16 এর শক্তিশালী অ্যাপল A18 বায়োনিক চিপ ব্যবহৃত হতে চলেছে Apple iPhone SE 4 এ। যার কারণে যথেষ্ট উচ্চমানের পারফরম্যান্স থাকবে এই মোবাইলেও।
- এই ফোনে ফেস আইডি সাপোর্ট করবে বলেও জানা যাচ্ছে।
- এটি অ্যাপলের ইন-হাউস 5G মডেল হতে পারে।
- ক্যামেরার দিক থেকেও যথেষ্ট উন্নত মানের হতে চলেছে Apple iPhone SE 4। এখানে উচ্চ ক্ষমতা যুক্ত 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকার দাবি করা হচ্ছে।
- এছাড়াও এই মোবাইলে মেটালের মিডিল ফ্রেম এবং জলরোধী বিল্ড কোয়ালিটি থাকবে।
Apple iPhone SE 4 2025 এর দাম
স্পেসিফিকেশন সম্পর্কে সমস্ত তথ্য জেনে নেওয়ার পরে একটাই প্রশ্ন আসে গ্রাহকদের মনে, আর সেটা হল এই মোবাইলের দাম কত? ভারতীয় বাজারে স্বল্প মূল্যে প্রিমিয়াম কোয়ালিটির ফোন লঞ্চ করার দিকে দৃষ্টিপাত করেছেন অ্যাপেল।
রিপোর্ট অনুযায়ী, Apple iPhone SE 4 এই মাসের শেষের দিকে আইপ্যাড 11, আইওএস 18.3 এবং আইপ্যাডএস 18.3 সফ্টওয়্যারের সাথে লঞ্চ হবার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এই ফোনের লঞ্চের দিন নিয়ে দ্বিমত রয়েছে। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে Apple iPhone SE 4 এর দাম 500 ডলারেরও কম হতে চলেছে। অর্থাৎ ইন্ডিয়ান রুপিজে মাত্র 42,000 টাকা থেকে 46,000 টাকার মধ্যে গ্রাহকেরা পেয়ে যাবেন Apple iPhone SE 4।
Apple iPhone SE 4 2025 | Click Here |