Best Deals On Recharge 2025: নতুন বছরে রিচার্জের দাম কমলো? জিও-র সেরা রিচার্জ প্ল্যানগুলি দেখে নিন একনজরে!

By Debdatta

Published On:

Follow Us
Best Deals On Recharge 2025

Best Deals On Recharge 2025: বর্তমান সময়ে মোবাইল ফোন ছাড়া এক মুহূর্তও চলে না। সেই কারণেই মোবাইল ফোনের প্রতি মাসে রিচার্জ করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে ঘনঘন মোবাইল রিচার্জ করার সময় অনেকেই অত্যন্ত বিরক্ত হয়ে যান।

সম্প্রতি টেলিকম কোম্পানিগুলির পক্ষ থেকে রিচার্জের ট্যারিফ প্ল্যানের মূল্যবৃদ্ধি ঘটানো হয়েছে। এর ফলে মাত্র ১৪ দিন এবং ২০ দিনের বিভিন্ন রিচার্জ প্ল্যান শুরু করেছে রিলায়েন্স জিও।

এই ছোট ছোট প্ল্যান গুলির কারণে বারে বারে রিচার্জ করতে গিয়ে নাজেহাল মানুষজন। তাই আজকের প্রতিবেদন থেকে অবশ্যই ২৮ দিন থেকে ৩৩৬ দিন পর্যন্ত মোবাইল রিচার্জ এর বিভিন্ন প্ল্যান গুলি (Best Deals On Recharge 2025) সম্পর্কে জেনে নিন।

Read More: ফোনের ওপর মিলবে ১২,০০০ টাকা ছাড়! সাথে পাবেন এক্সট্রা এক্সচেঞ্জ অফার।

Best Deals On Recharge 2025

১) ১৮৯ টাকার রিচার্জ : ভারতবর্ষের সবথেকে কম বাজেটের রিচার্জ প্ল্যানগুলির মধ্যে এই প্ল্যানটি অন্যতম। ২০০ টাকারও কমের এই রিচার্জ প্ল্যান এর মাধ্যমে কলিং পরিষেবার পাশাপাশি পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা। ২৮ দিনের এই পেনাল্টির মাধ্যমে প্রতিটি গ্রাহক আনলিমিটেড ভয়েস কলিং, ২ GB ডেটা, ৩০০ টি SMS, জিও সিনেমা, জিও ক্লাউড এবং জিও টিভির সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।

২) ৪৭৯ টাকার রিচার্জ : এই রিচার্জ প্ল্যানটি কোন গ্রাহক একবার করিয়ে নিলে, ৮৪ দিনের জন্য একেবারে নিশ্চিন্তভাবে থাকা যায়। এর পাশাপাশি জিও সিনেমা, জিও টিভি এবং জিও ক্লাউডে সম্পূর্ণ বিনামূল্যে ৮৪ দিনের সাবস্ক্রাইবশন পেয়ে থাকেন গ্রাহকেরা। এই রিচার্জ প্ল্যান এর মাধ্যমে সমস্ত পরিষেবা গুলি অর্থাৎ আনলিমিটেড ভয়েস কলিং, এসএমএস এবং ইন্টারনেটের সুবিধা দীর্ঘকালীন সময়ের জন্য পাওয়া যায়। এই প্ল্যানের মাধ্যমে মোট ১০০০ টি SMS সুবিধা এবং ৬ GB পর্যন্ত ইন্টারনেট পরিষেবা উপভোগ করা যায়।

৩) ১৮৯৯ টাকার রিচার্জ : এখানে টাকার অংক কিছুটা বড় হলেও এই প্ল্যানের মাধ্যমে প্রায় এক বছরের জন্য একেবারেই আর ভাবতে হয় না মোবাইল রিচার্জের কথা। এই প্ল্যান এর মাধ্যমে ২৪ জিবি উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা, ৩৬০০ SMS এবং একেবারে আনলিমিটেড মোবাইল কলের সুযোগ পেয়ে যান গ্রাহকেরা। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি থাকে ৩৩৬ দিন পর্যন্ত। এর পাশাপাশি ১১ মাসের সম্পূর্ণ নিরবচ্ছিন্ন পরিষেবাও পেয়ে থাকেন জিও গ্রাহকেরা।

বর্তমানে টেলিকম কোম্পানি গুলির মধ্যে সর্বোত্তম হল রিলায়েন্স জিও (Best Deals On Recharge 2025)। তাই আজকের প্রতিবেদনে এই কোম্পানির বিভিন্ন রিচার্জ প্ল্যান নিয়ে আলোচনা করা হলো। রিলায়েন্স জিও কোম্পানির গ্রাহকেরা অবশ্যই উপরে উল্লেখিত প্ল্যান গুলি রিচার্জ করে এর লাভ ওঠাতে পারেন।

Best Deals On Recharge 2025Click Here

Debdatta

Debdatta Basu. unboxbangla.com সাইটের owner এবং কনটেন্ট রাইটার। বিগত ৩ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট লিখছেন। WBUT/ MAKAUT University থেকে সায়েন্স নিয়ে স্নাতক পাস করেছেন।

Leave a Comment