Best Deals On Smartphones 2025: নতুন বছরের শুরুতেই বিশ্বের বৃহত্তম ই-কমার্স কোম্পানি অ্যামাজনের পক্ষ থেকে শুরু হয়ে গিয়েছে রিপাবলিক ডে সেল। ২৬ শে জানুয়ারি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস হিসেবে এই সেলটি দেওয়া হয়ে থাকে প্রায় প্রতিটি ই-কমার্স কোম্পানির পক্ষ থেকেই।
বছরের সবথেকে বড় সেলগুলির মধ্যে অন্যতম এই অ্যামাজন রিপাবলিক ডে সেল। জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে দুর্দান্ত কিছু অফারের সাথে শুরু হয়েছে আমাজনের রিপাবলিক ডে সেল। এখানে ভারতের বাজারে প্রচলিত মোবাইল ফোন গুলির দুর্দান্ত আকর্ষণীয় দামে বিক্রি হচ্ছে।
Best Deals On Smartphones 2025
আমাদের প্রতিদিনের জীবনে মোবাইল ফোন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিভাইস। তবে অনেকেরই সমর্থ্য থাকে না ২০,০০০/- বা তার বেশি টাকা দিয়ে মোবাইল ফোন কেনার। বর্তমানে অ্যামাজনে কম দামি বা বেশি দামি সব মোবাইল ফোনের উপরেই চলছেন দুর্দান্ত অফার। আজকের প্রতিবেদনের মাধ্যমে অ্যামাজনের ১০,০০০/- টাকার নিচে মোট পাঁচটি দুর্দান্ত মোবাইল ফোনের দাম এবং বিশেষত্ব আলোচনা করা হলো।
Read More: ৫০০টিরও বেশি টিভি চ্যানেল পাবেন একদম বিনামুল্যে! আজই বাড়িতে বসিয়ে নিন।
১) Redmi 14C 5G : ১০,০০০/- টাকার কম দামি ফোন মানেই তার কোয়ালিটি খারাপ হবে, এমনটা কিন্তু একেবারেই নয়। বর্তমানে কম বাজেটের মধ্যে দুর্দান্ত ফিচারসহ মোবাইল ফোন নিয়ে এসেছে চিনা কোম্পানির শাওমি। যার মধ্যে Redmi 14C 5G অন্যতম। শাওমির এই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি পাবেন ফাইভ-জি নেটওয়ার্কের সুবিধা। আর অ্যামাজনে (Best Deals On Smartphones 2025) এই ফোনের দাম চলছে মাত্র ৯,৯৯৯/- টাকা।
২) itel ZENO 10 : মাত্র ৫৬৯৯ টাকার মধ্যে দুর্দান্ত স্মার্টফোনটি অফার করছে এমাজন ইন্ডিয়া। এই ডিভাইসটির ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২ জিবি পর্যন্ত র্যাম যুক্ত মডেলটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যে পেতে সক্ষম হবেন গ্রাহকেরা।
৩) Redmi A4 5G : ১০ হাজার টাকার নিচে ফাইভ জি মোবাইল! ভারতবর্ষে এই দৃষ্টান্ত ইতিমধ্যেই স্থাপন করেছে চীনা কোম্পানির শাওমি। শাওমির Redmi A4 5G ডিভাইসের মাধ্যমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ প্রসেসর এবং ১২০ হার্ড পর্যন্ত ডিসপ্লে রিপ্লেস রেট পাচ্ছেন গ্রাহকেরা। এই এত স্পেসিফিকেশন এর পাশাপাশি বর্তমানে এই মোবাইলটির দাম রয়েছে ৮,৯৯৯ টাকা।
৪) Samsung Galaxy M05 : ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এই দুর্দান্ত স্মার্টফোনটির দাম চলছে ৬,২৪৯ টাকা। ব্যাটারির পাশাপাশি এই দুর্দান্ত মোবাইল ফোনে ডুয়েল ক্যামেরার সাপোর্টও রয়েছে।
৫) Realme Narzo N61 : realme তাদের সেরা সেরা মোবাইল ফোনগুলি কে অত্যন্ত কম দামে ভারতীয় বাজারে এনেছে। এরমধ্যে অন্যতম Realme Narzo N61। ভারতীয় গ্রাহকেরা অ্যামাজনের বিভিন্ন ডিসকাউন্টের পর (Best Deals On Smartphones 2025) এই ডিভাইসটি ৬,৪৯৮ টাকায় কিনতে পারবেন।
Best Deals On Smartphones 2025 | Click Here |