Best Phone Xiaomi Mix Flip 2: মোবাইল জগতে আলোড়ন তৈরি করতে চলেছে Xiaomi! থাকছে অত্যাধুনিক চার্জিং ফেসিলিটি।

By Debdatta

Published On:

Follow Us
Best Phone Xiaomi Mix Flip 2

Best Phone Xiaomi Mix Flip 2: মোবাইল জগতে আলোড়ন তৈরি করতে চলেছে Xiaomi Mix Flip 2, থাকছে অত্যাধুনিক চার্জিং ফেসিলিটি।ভারতের বাজারে চীনের বিভিন্ন প্রচলিত মোবাইল ব্র্যান্ডের মধ্যে অন্যতম হলো শাওমি।

কোম্পানির পক্ষ থেকে গত বছরেই তাদের প্রথম ফোল্ডেবল মোবাইল ফোন Xiaomi Mix Flip লঞ্চ করা হয়েছিল। ভারতীয় বাজারে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল এই প্রিমিয়াম লেভেলের মোবাইল ফোন।

তবে এই বছরে আবারো এই একই মডেলের নতুন ভার্সন নিয়ে আসতে চলেছে শাওমি। ইতিমধ্যেই এই নতুন ভার্সনের মোবাইল ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কিত সমস্ত তথ্য জানানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে।

যে কোন মোবাইল ফোনের ডিসপ্লে এবং ক্যামেরা এই দুটি ফিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি থাকতে হবে শক্তিশালী ব্যাটারী এবং প্রফেসর। এই সবগুলো ফিচার যদি একটি ফোনের দুর্দান্তভাবে প্লেস করা যায় তাহলে ভারতীয় বাজারে তার জনপ্রিয়তা বাড়তে বাধ্য।

বরাবরই ভারতীয় বাজারে অত্যন্ত কম দামে বিভিন্ন ধরনের আকর্ষণীয় ফিচার নিয়ে এসেছে শাওমি (Best Phone Xiaomi Mix Flip 2)। এবারে এই নতুন ভার্সনের মোবাইল ফোনেও দেখা যেতে চলেছেন বিভিন্ন দর্শনীয় বৈশিষ্ট্য।

Read More: মোবাইলের সফটওয়্যার আপডেট করেছেন? মোবাইল খারাপ হয়ে গেছে? টাকা দেবে গুগল।

Best Phone Xiaomi Mix Flip 2 এর ক্যামেরা

  1. গত বছরের Xiaomi Mix Flip 2 Phone এর প্রথম ভার্সনের মতোই এই বছরের ভার্সনেও প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে OV8000 এর 50 মেগাপিক্সেল ক্ষমতা সম্পন্ন দুর্দান্ত ক্যামেরা।
  2. এর পাশাপাশি গ্রাহকেরা এই নতুন মোবাইলে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেল OV32B40 সেলফি ক্যামেরা।
  3. এই নতুন ভার্সনের দুর্দান্ত বৈশিষ্ট্য হিসাবে 50 মেগাপিক্সেলের Samsung S5KJN5 আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল যুক্ত ক্যামেরা আসতে চলেছে গ্রাহকদের সামনে।
  4. এর কারণে গত ভার্সনের 50 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স বাদ পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
    50 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স বাতিল এর বিপক্ষে বিভিন্ন গ্রাহকেরা বিরূপ মনোভাব প্রকাশ করেছেন। কারণ পোর্ট্রেট বা সুন্দর জুম শট ক্যাপচার করার জন্য টেলিফটো লেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Best Phone Xiaomi Mix Flip 2 এর ব্যাটারি এবং চার্জিং ফেসিলিটি

শাওমির পূর্ববর্তী কোন মডেলে না থাকা IPX8 রেটিং এবং ওয়ারলেস চার্জিং এর সুবিধা পাওয়া যেতে পারে Xiaomi Mix Flip 2 তে। ক্যামেরার বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে গ্রাহকের দ্বিমত পরিলক্ষিত হলেও এই উন্নত মানের চার্জিং ফেসিলিটির জন্য অনেকেই অত্যন্ত উৎসাহী। চার্জিং ফেসিলিটির পাশাপাশি শাওমির নতুন ফ্লিপ-ফোল্ড ফোনে 5,600mah বা 5,700mah ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে।

কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার জন্য অবশ্যই ভারতীয় বাজারের জন্য শাওমির এই মডেলটি কেমন ভাবে প্রস্তুত করা হয়, সেটিই এখন দেখার বিষয়!

Best Phone Xiaomi Mix Flip 2Click Here

Debdatta

Debdatta Basu. unboxbangla.com সাইটের owner এবং কনটেন্ট রাইটার। বিগত ৩ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট লিখছেন। WBUT/ MAKAUT University থেকে সায়েন্স নিয়ে স্নাতক পাস করেছেন।

Leave a Comment