Free Set Top Box 2025: ৫০০টিরও বেশি টিভি চ্যানেল পাবেন একদম বিনামুল্যে! আজই বাড়িতে বসিয়ে নিন।

By Debdatta

Published On:

Follow Us
Free Set Top Box 2025

Free Set Top Box 2025: ৫০০টিরও বেশি টিভি চ্যানেল পাবেন একদম বিনামুল্যে! আজই বাড়িতে বসিয়ে নিন।সেট টপ বক্স ছাড়াই চলবে টিভির চ্যানেল! দ্রুত গতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবার পাশাপাশি পাওয়া যাবে ৫০০টিরও বেশি টিভি চ্যানেল।

আসলে ব্রডব্যান্ডের মাধ্যমে ইন্টারনেট ফাইবার টিভি (IFTV) পরিষেবা এবার শুরু করল ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL। এই কোম্পানির ব্রডব্যান্ড সংযোজন এর মাধ্যমে অত্যন্ত উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবার পাশাপাশি গ্রাহকেরা এবার থেকে উপভোগ করতে পারবেন HD টিভি চ্যানেলগুলি।

Free Set Top Box 2025

তবে bsnl কোম্পানির পক্ষ থেকে এই পরিষেবা প্রথম নয়। গতবছরের ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC) অনুষ্ঠানে অফিসিয়াল ভাবে ঘোষণা করা হয়েছিল ইন্টারনেট ফাইবার টিভি (IFTV) পরিষেবা সম্পর্কে। তারপর থেকে ভারতবর্ষের মধ্যপ্রদেশ, পাঞ্জাব এবং তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় চালু করা হয়েছে এই বিশেষ পরিষেবাটি (Free Set Top Box 2025)। বর্তমানে রাজ্যে এই পরিষেবা চালু করা নিয়ে BSNL অফিশিয়াল X হ্যান্ডেলে বিস্তারিতভাবে ঘোষণা করেছে।

ইন্টারনেট ফাইবার টিভি (IFTV) পরিষেবার পাশাপাশি বিএসএনএল কোম্পানির পক্ষ থেকে পন্ডিচেরিতে BiTV নামে ডাইরেক্ট-টু-মোবাইল (D2M) পরিষেবা শুরু করা হয়েছে। এই পরিষেবার মাধ্যমে ৩০০ টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেখার সুযোগ পেয়ে যাচ্ছেন গ্রাহকরা।

তবে ইন্টারনেট ফাইবার টিভি (IFTV) পরিষেবাটি আরো উন্নততর করার জন্য উদ্যোগ নিয়েছে bsnl। কোম্পানির পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই নতুন পরিষেবার মাধ্যমে উপভোক্তারা ৫০০ টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেখতে পাবেন। এর জন্য কোনরকম অতিরিক্ত অর্থ খরচ করতে হবে না।

Read More:  হাত মেলালো চিরশত্রু সামস্যাং এবং অ্যাপেল! একবার চার্জে ৭ দিন চলবে ফোন।

অন্যান্য সুবিধা Free Set Top Box 2025

ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রেও বর্তমানে bsnl কোম্পানি এগিয়ে রয়েছে। গত বছরে হঠাৎ করেই বিভিন্ন টেলিকম কোম্পানিগুলি তাদের ট্যারিফ প্লানে মূল্য বৃদ্ধি করার পরেও bsnl কোম্পানি অত্যন্ত অল্প মূল্যে ইন্টারনেট পরিষেবা সহ বিভিন্ন রিচার্জ প্ল্যান বহাল রেখেছে।

যার ফলে এর জনপ্রিয়তাও অত্যধিক হারে বৃদ্ধি পেয়েছে। তবে এবারের উচ্চ গতিসম্পন্ন 4G নেটওয়ার্কের শুভ সূচনা করতে চলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। শুধু তাই নয়, কোম্পানির পক্ষ থেকে ইতিমধ্যেই 5G নেটওয়ার্ক তৈরি করার ক্ষেত্রেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বিএসএনএল এর ইন্টারনেট ফাইবার টিভি (IFTV) পরিষেবার মতো অন্যান্য টেলিকম কোম্পানিগুলিও ফাইবার টিভি প্রদান করে থাকে গ্রাহকদের। সম্প্রতি সময়ে বিএসএনএল কোম্পানির এই অত্যাধুনিক পরিষেবাটি ভারতবর্ষের গুজরাট রাজ্যে চালু হতে চলেছে। তবে এবার bsnl এর পক্ষ থেকে এই টিভি পরিষেবা গ্রাহকদের কাছে কতটা সাশ্রয়ী এবং জনপ্রিয় হয়, সেটিই দেখার বিষয়।

Free Set Top Box 2025Click Here

Debdatta

Debdatta Basu. unboxbangla.com সাইটের owner এবং কনটেন্ট রাইটার। বিগত ৩ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট লিখছেন। WBUT/ MAKAUT University থেকে সায়েন্স নিয়ে স্নাতক পাস করেছেন।

Leave a Comment