Google Pixel 4a 2025: এবারে মোবাইলের সফটওয়্যার আপডেট করতে গিয়ে মোবাইল খারাপ হলেই টাকা মিলবে গুগল এর পক্ষ থেকে। Google Pixel 4a ব্যবহারকারীদের জন্য এই দুর্দান্ত খবর প্রকাশ করল গুগল।
বহু বছর ধরে google pixel ফোন গুলির সফটওয়্যার আপডেট স্থগিত রাখা হয়েছিল। তবে উন্নত মানের ব্যাটারির আপগ্রেডেশনের জন্য সফটওয়্যার আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই সময় সফটওয়্যার আপডেট করতে গেলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারে গ্রাহকেরা। তার জন্য সমস্ত ক্ষতিপূরণের দায়িত্বভার এবার google এর কাঁধে।
সফটওয়্যার আপডেটের পরে কোন কোন সমস্যাগুলি দেখা যেতে পারে ?
আসলে, বেশ কয়েক বছর ধরে কোনরকম সফটওয়্যার আপডেট না আসার কারণে Google Pixel 4a 2025 মোবাইল ফোন গুলি android 13 এর উপর নির্ভর করে চলছে। অ্যান্ড্রয়েডের এই ভার্সনের ওপরেই আপডেট দিতে চলেছে গুগল।
এর ফলে বেশ কিছু ডিভাইস ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এক্ষেত্রে চার্জের গতি কমে যাওয়া, ব্যাটারির ক্ষমতা হ্রাস পাওয়া কিংবা ব্যাটারি সম্পূর্ণরূপে খারাপ হয়ে যাওয়ার মত ঘটনাগুলি ঘটতে পারে।
Read More: বছরের শুরুতেই হতে চলেছে সেল! পাবেন ১০,০০০ টাকার কমে 5G মোবাইল।
নিজের মোবাইল ফোনটি খারাপ হলে কী করবেন? ক্ষতিগ্রস্ত মোবাইল সারানোর জন্য কি পকেটের টাকা খরচা করতে হবে গ্রাহকদের?
না, এটি একেবারেই হবে না। কারণ গুগল কোম্পানির পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে যদি সফটওয়্যার আপডেটের কারণে কোন মোবাইল ফোনে (Google Pixel 4a 2025) কোন রকম সমস্যা দেখা দেয়, সেই দায়িত্বভার সম্পূর্ণ নেবে google। এর জন্য প্রয়োজনে সেই মোবাইল ফোনটি সারিয়ে দেওয়া থেকে শুরু করে ক্ষতিপূরণ পর্যন্ত দিতে রাজি কোম্পানি।
Google Pixel 4a 2025
অবশ্যই সফটওয়্যার আপডেট করার পরে যা সমস্যা দেখা দেবে তার জন্য গুগলের অফিসিয়াল ওয়েব পেজে গিয়ে নিজের সমস্যা জানিয়ে একটি রেজিস্ট্রেশন করতে হবে গ্রাহককে। তারপরেই কোম্পানির পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।
মোবাইলের ব্যাটারি খারাপ হয়ে গেলে কোম্পানির তরফ থেকে ৫০ ডলার থেকে সর্বোচ্চ ১০০ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। এই টাকার সংখ্যা ভারতীয় হিসাব অনুসারে ৪২৯৬ টাকা থেকে ৮৫৯৩ টাকা পর্যন্ত হতে পারে।
গুগল কোম্পানির পক্ষ থেকে এই অফারটি চালু রয়েছে আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, সিঙ্গাপুর এবং ভারত দেশ গুলিতে। তাই এই দেশের গ্রাহকেরা অবশ্যই নতুন সফটওয়্যার আপডেট করে নিজের মোবাইল ফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করে নিতে পারেন।
Google Pixel 4a 2025 | Click Here |