iPhone 16 Plus 2025: ফোনের উপর মিলবে 12,000/- টাকার আকর্ষণীয় ছাড়! ডেডিকেটেড ক্যামেরা কন্ট্রোল বাটন সহ একাধিক ফিচার পাবেন অ্যাপেল আইফোন সিক্সটিন এর মডেল গুলিতে। বর্তমানে বিভিন্ন প্রাইভেসে এবং সিকিউরিটি maintenance এর জন্য প্রচুর মানুষ অ্যাপেল আইফোনকে পছন্দ করে থাকেন। এর পাশাপাশি এর ক্যামেরার মান অত্যন্ত ভালো হওয়ার জন্যেও অনেকে স্মার্টফোন হিসেবে প্রেফার করেন অ্যাপেল আইফোনকেই।
বর্তমানে দুর্দান্ত অফারের সঙ্গে পাচ্ছেন iPhone 16 Plus। এই সুযোগ একেবারেই হাতছাড়া না করে এই দুর্দান্ত মডেলের ফিচার এবং দামের বৃত্তান্ত সম্পর্কে বিশদে জানার জন্য অবশ্যই পড়তে হবে আজকের প্রতিবেদনটি।
Read More: সবচেয়ে কম দামে Motorola স্মার্টফোন! পাবেন ৫০০০ টাকার আকর্ষণীয় ছাড়।
iPhone 16 Plus 2025 এর বিভিন্ন বৈশিষ্ট্য
- যে কোন মোবাইল ফোনের সব থেকে ব্যবহৃত অংশটি হলো তার ডিসপ্লে। iPhone 16 Plus মোবাইল ফোনটি তাদের গ্রাহকদের 6.7 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে অফার করছে।
- পারফরম্যান্সের দিক থেকেও অত্যন্ত এগিয়ে রয়েছে iPhone 16 Plus 2025। এতে A18 6-কোর এর অত্যন্ত শক্তিশালী প্রসেসর স্থাপন করা হয়েছে।
- বর্তমান যুগে বিপ্লব আনছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপেলের এই দুর্দান্ত মোবাইল ফোনে বিল্ট-ইন অ্যাপল ইন্টেলিজেন্স (এআই) সাপোর্ট দেওয়া হয়েছে কোম্পানির পক্ষ থেকে।
- এছাড়াও থাকছে ডেডিকেটেড ক্যামেরা কন্ট্রোল বাটন।
- ক্যামেরার দিক থেকে ও পিছিয়ে নেই iPhone 16 Plus। এখানে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 12 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর রয়েছে।
- সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করেছে অ্যাপেল।
প্রজাতন্ত্র দিবসের আগে আকর্ষণীয় দামে iPhone 16 Plus 2025
2024 সালে ভারতবর্ষের বাজারে লঞ্চ হওয়ার সময় অ্যাপেল iPhone 16 Plus ডিভাইসটির রিটেল প্রাইস ছিল 89,900 টাকা। তবে বর্তমানে ফ্লিপকার্টের মনুমেন্টাল ছেলে এই ডিভাইসের সর্বনিম্ন দাম রয়েছে 79,999 টাকা।
এক ধাক্কায় দশ হাজার টাকা দাম কমিয়ে ফ্লিপকার্ট বিক্রি করছে iPhone 16 Plus ডিভাইসটি। তবে এরপরেও ব্যাংকের বিভিন্ন অফারের মাধ্যমে আরো 2000 টাকা সাশ্রয়ের সুযোগ রয়েছে গ্রাহকদের কাছে। তাই সব মিলিয়ে এখানে 12 হাজার টাকা কম দামে এই ডিভাইসটি পাওয়ার সুযোগ রয়েছে।
এর পাশাপাশি কোন ব্যক্তি যদি তাদের পুরাতন মোবাইল এক্সচেঞ্জ করে এই ডিভাইসটি কিনতে চান, সে ক্ষেত্রে ও সর্বোচ্চ 42,150 টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট দিচ্ছে flipkart। বাছাই করা কিছু মডেলের জন্য অতিরিক্ত বোনাসের ব্যবস্থাও রয়েছে বলে জানা যাচ্ছে।
iPhone 16 Plus 2025 | Click Here |