Motorola Razr 40 Ultra: মোটোরোলা মোবাইলের ওপর আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে amazon এর পক্ষ থেকে! আপনার যদি বর্তমানে একটি মোবাইল ফোনের দরকার হয়ে থাকে, তাহলে এই আকর্ষণীয় অফারের সময়কালে কিনে নিতে পারেন Motorola Razr 40 Ultra।
ভারতীয় মোবাইল বাজারে বিভিন্ন উন্নত মানের মোবাইল ফোনের তালিকার মধ্যে অন্যতম হলো Motorola Razr 40 Ultra। এই মোবাইল ফোনের বিভিন্ন ফিচার এবং প্রদত্ত ডিসকাউন্ট সম্পর্কে বিশদে জেনে নেওয়ার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিন।
- ডিসপ্লে– এই মোবাইলে 2640 x 1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.9-ইঞ্চি FlexView Full HD + POLED LTPO ডিসপ্লে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন উন্নত মানের মোবাইল ফোনের মতোই এই ফোনটিতে 165Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং 1400 নিটস পিক ব্রাইটনেস লেভেল রয়েছে। এছাড়াও গ্রাহকেরা এই মোবাইল ফোনের ডিসপ্লেতে গরিলা গ্লাসের ভিক্টাস প্রটেকশনও পেয়ে যাবেন।
- ক্যামেরা– একটি মোবাইল ফোনের ডিসপ্লের পরে সবথেকে বেশি আকর্ষণীয় বিষয়টি হল, এটির ক্যামেরা। Motorola Razr 40 Ultra ফোনে গ্রাহকেরা 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অটোফোকাস ক্যামেরা পাবেন। এর পাশাপাশি 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাও থাকছে। মোটোরোলার এই বিশেষ ফোনটি 32 মেগাপিক্সেল পর্যন্ত ফ্রন্ট ক্যামেরা ব্যবহারের সুযোগ করে দিচ্ছে গ্রাহকদের কাছে।
- ব্যাটারি– মোটোরোলা কোম্পানি তার গ্রাহকদের জন্য 3800mAh এর ব্যাটারি সংযোজন করেছে Motorola Razr 40 Ultra ভেরিয়েন্টে। সব থেকে আকর্ষণীয় বিষয় হলো, এই মোবাইল ফোনটি 33W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, যার দ্বারা অত্যন্ত দ্রুত হারে মোবাইল ফোনের চার্জিং সম্পন্ন হবে।
Read More: হাত মেলালো চিরশত্রু সামস্যাং এবং অ্যাপেল! একবার চার্জে ৭ দিন চলবে ফোন।
অন্যান্য বৈশিষ্ট্য
Motorola Razr 40 Ultra ভেরিয়েন্টে মটোরোলা কোম্পানি স্ন্যাপড্রাগন 8+ Gen 1 চিপসেট ব্যবহার করেছে। এর পাশাপাশি এই মোবাইল ফোনে বিভিন্ন ধরনের সেন্সরের সুবিধাও থাকছে।
Motorola Razr 40 Ultra র দাম
অ্যামাজন কোম্পানির পক্ষ থেকে এই মোবাইল ফোনের বিক্রয়ের বিপুল পরিমাণ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই বিশেষ ডিসকাউন্টের পর এর 8 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত ফোনের দাম পড়ছে ৫৯,৯৯৯/- টাকা। যেখানে শুধুমাত্র ব্যাংক অফার দ্বারা অতিরিক্ত ৫০০০/- টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন গ্রাহকেরা। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলেই মিলবে আকর্ষণীয় ছাড়। এছাড়াও কোন গ্রাহক যদি এক্সচেঞ্জ ডিসকাউন্ট ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে এই বিশেষ মোবাইলের দাম কমে গিয়ে দাঁড়াবে ৩৬,৫০০/- টাকায়।
Motorola Razr 40 Ultra | Click Here |