Samsung And Apple Update 2025: হাত মেলালো চিরশত্রু সামস্যাং এবং অ্যাপেল! একবার চার্জে ৭ দিন চলবে ফোন।

By Debdatta

Published On:

Follow Us
Samsung And Apple Update 2025

Samsung And Apple Update 2025: বাড়বে ফোনের ব্যাটারির ক্ষমতা, আসতে চলেছে নতুন প্রযুক্তি। ভারতের প্রতিবেশী রাষ্ট্র চীনের সাথে পাল্লা দিয়ে এবারে যৌথভাবে কাজ করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপেল এবং কোরিয়ার কোম্পানির Samsung।

এই নতুন প্রযুক্তির মাধ্যমে ব্যাটারি ফুলে যাওয়া বা এই ধরনের বিভিন্ন সমস্যার সমাধান হবে বলে দাবি করছে কোম্পানি গুলি। এর পাশাপাশি আরও উন্নত মানের এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি তৈরি করা হবে বলেও জানা যাচ্ছে।

Oppo কিংবা রেডমি-র মতো চীনের বিখ্যাত কোম্পানি গুলি ইতিমধ্যেই অত্যন্ত উচ্চ গতি সম্পন্ন ব্যাটারি সহ মোবাইল ফোন বিক্রি করছে। যেখানে এখনো পর্যন্ত 7,000mAh ব্যাটারি যুক্ত মোবাইল ফোন দেখা গিয়েছে।

চৈনিক কোম্পানিগুলি অত্যন্ত অল্প দামে বিভিন্ন ভালো ভালো ফিচারের মোবাইল দিয়ে ভারতীয় বাজার একপ্রকার ভাবে কিনে রেখেছে। সেই কারণেই এই প্রতিযোগিতায় অংশ নিতে এবার চির প্রতিদ্বন্দ্বী কোম্পানির Samsung এবং অ্যাপেল একসাথে নতুন প্রযুক্তিযুক্ত ব্যাটারি আনতে চলেছে ভারতীয় বাজারে।

এখনও পর্যন্ত জানা তথ্য অনুযায়ী স্যামসাং তাদের পরবর্তী মোবাইল ব্র্যান্ডগুলিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করতে চলেছে। যেখানে সিলিকন উপাদান বৃদ্ধি করার জন্য ইতিমধ্যেই অ্যানোড এবং ক্যাথোড সামগ্রী তৈরি করা হচ্ছে। এই উন্নত মানের সিলিকন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যাটারির অত্যধিক পরিমাণে ফুলে যাওয়ার সমস্যা একেবারেই নির্মূল হবে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি এই প্রযুক্তি ব্যবহারে একটি মোবাইল ব্যাটারির জীবন দৈর্ঘ্য ও ক্ষমতাও বৃদ্ধি পাবে।

Samsung কোম্পানির সঙ্গে চিরকালের প্রতিদ্বন্দ্বিতা হয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আপেল কোম্পানির। সম্প্রতি জানা যাচ্ছে যে ২০২৬ সালের অ্যাপেল কোম্পানির পক্ষ থেকে তাদের নিজেদের নির্মিত নতুন ব্যাটারি নিয়ে আসা হচ্ছে। সাধারণত ফ্লাগশিপ মোবাইলগুলিতেই এই নতুন ব্যাটারি ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের গবেষণাও শুরু করেছে কোম্পানি।

বর্তমানে যে হারে মোবাইলের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, সেখানে উন্নত মানের ব্যাটারি এবং স্টোরেজ ক্যাপাসিটি না থাকলে সেই মোবাইল আর কিনতে আগ্রহী হচ্ছেন না গ্রাহকেরা। এর পাশাপাশি কম দামে উন্নত মানের মোবাইল ফোনের বাজারে একচেটিয়া স্থান অধিকার করে রয়েছে চীনের বিভিন্ন কোম্পানি।

তবে এখনো পর্যন্ত ভারতের বহু মানুষ Samsung এবং অ্যাপেলের মতো কোম্পানির ওপর ভরসা করে আসছেন। এই প্রতিযোগিতার বাজারে এবার এই কোম্পানিগুলিও নিজেদের ফ্ল্যাগশিপ মোবাইল ফোনে নতুন প্রযুক্তির মাধ্যমে উচ্চ ক্যাপাসিটি সম্পন্ন ব্যাটারি ব্যবহার করতে চলেছে।

Debdatta

Debdatta Basu. unboxbangla.com সাইটের owner এবং কনটেন্ট রাইটার। বিগত ৩ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট লিখছেন। WBUT/ MAKAUT University থেকে সায়েন্স নিয়ে স্নাতক পাস করেছেন।

Leave a Comment